মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা : খাগড়াছড়ি’র মহালছড়িতে কৃষি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষকগণ, স্থানীয় সার ডিলার ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ ১৩ জানুয়ারী মঙ্গলবার সকার ১১টায় মহালছড়ি উপজেলা সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ^াস, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল। এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মহালছড়ি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক কর্মকর্তাদ্বয় উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় কৃষকদের সাথে কৃষি সম্পর্কিত বিভিন্ন সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করেন। উন্নত চাষাবাদ ও ফলন বৃদ্ধির জন্য মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
বক্তারা বর্তমান সরকারের প্রশংসা করে আরো বলেন, এ দেশ কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের কথা চিন্তা করে বর্তমান সরকার ভুর্তুকি দিয়ে যাচ্ছে। তাই কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করে জমিতে প্রয়োগ করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। কৃষকেরা যাতে ব্যাংক থেকে ঋণ গ্রহণে হয়রানি হতে না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং কৃষকদের সকল প্রকার সহযোগিতা প্রদানেরও আশ^াস প্রদান করেন বক্তারা।
