রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিমানবন্ধর রোডে সবজি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ ও চালক নাজমুলকে মারধর করেছে অবরোধকারীরা। ১২ জানুয়ারী সোমবার দুপুরে ট্রাকটি সব্জি নিয়ে নওগাঁর মান্দা উপজেলার দেলোয়াবাড়ি হাট থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজারের আসার সময় এই ঘটনা ঘটে।

রাজশাহীর শাহ মখদুম থানার ওসি সায়েদুর রহমান জানান, দুপুরে বিএনপিসহ জামায়াত-শিবির নেতাকর্মীরা বিমানবন্দরের সামনে অবরোধ সামর্থনে বিক্ষোভ মিছিল করে। এ সময় নওগাঁর মান্দা উপজেলার দেলোয়াবাড়ি হাট থেকে আলু, পেঁয়াজ, শিম, গাজর ও ফুলকপি বোঝাই একটি মিনি ট্রাক সহেব বাজারের দিকে আসছিল। ট্রাকটি বিমানবন্দরের সামনে পৌঁছালে ২০ দলীয় জোটের কর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামিয়ে প্রথমে চালক নাজমুল ইসলামকে মারধর করে এবং পরে পেট্রোল দিয়ে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। আগুন নেভানোর আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
