roadটাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। ১৩ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন ট্যাক্সিক্যাবের যাত্রী এবং অন্যজন ওই ট্রাকের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল ট্যাক্সিক্যাবটি। অপরদিকে ট্রাকটি ভূঁঞাপুর থেকে বালুবোঝাই করে টাঙ্গাইল যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে সল্লা এলাকায় ট্রাকটির সঙ্গে ট্যাক্সিক্যাবের সংঘর্ষ হয়। ওই সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত আটোরিকশা দুর্ঘটনা কবলিত ট্যাক্সিক্যাবটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের দুই আরোহী ও ট্রাকের হেলপার নিহত হন।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে।
