আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে সেই ফাঁদে গৃহকর্তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের সৈয়দ আলী পাইক (৬০) বাড়ির পাশে জমির ফসল ইঁদুরে নষ্ট করায় সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদ পাতে। রাত সাড়ে নয়টার দিকে তিনি ওই জমিতে ফাঁদ দেখতে যান। অসাবধানতাবশত: পা পিছলে নিজেই নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে পরেন। রাতে পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে ধান ক্ষেতের ফাঁদে সৈয়দ আলী পাইকের মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
