আমতলী (বরগুনা) প্রতিনিধি : প্রিয় দেশবাসী, তিন’বছরের শিশু রিপার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত । দীর্ঘদিন ধরে সে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিল । তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। শরীর ফুলে গেছে। হাতে-পায়ে পানি জমেছে। তার চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে ৫ থেকে ৬ হাজার টাকা দরকার। আরও তিন থেকে চার বছর চিকিৎসাসেবা অব্যাহত রাখলে শিশুটি সুস্থ’ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁদের আর্থিক অবস্থা ভাল না। শিশুটির পিতা মো ঃ মনিরুল হাওলাদার আমতলী পৌরশহরের রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন । চিকিৎসার পেছনে সহায়-সম্বল হারিয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় রিপার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নং-০১৭৪৭৬০৯৬৬৮। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- সোনালী ব্যাংক, আমতলী শাখা, হিসাব নং ৮৮৯০ ।
