জামালপুর প্রতিনিধি: জামালপুর সদরের ফুলবাড়ীয়র অপহৃত পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করেছে জামালপুর র্যাব-১৪। অপহরণক রাসেল (২২)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নাতেরপাড়া গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে পঞ্চম শ্রেনী পড়ুয়া ছাত্রী গত ৩০ ডিসেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা থেকে পিএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ী ফেরার পথে অপহৃত হন। অপহরণকারীরা ওই ছাত্রীর পরিবারের কাছে মোবাইলে ৩০হাজার টাকা দাবি করে। এসময় ওই ছাত্রীর বাবা সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও রাসেলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে বলে জানাগেছে।
