নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়া ডাকবাংলো চত্বরে সোমবার (১২ জানুয়ারী) বেলা ১১টায় উক্ত সম্মেলনের উদ্বোধন করেন নড়াইল জেলা আ’লীগের সভাপতি বাবু সুভাষ চন্দ্র বোস। উপজেলা আ’লীগের সভাপতি মোল্যা ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, নড়াইল পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামিম রহমান ওছি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ হিরু। বিকালে ৩টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে এস.এম. হারুনর রশীদ ও বাবু কৃষ্ণ পদ ঘোষ। নবগঠিত কমিটির ওই দু’টি পদ ঘোষনা করেন প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক এমপি।
তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও ২০০৪ সালে কমিটি গঠনের পর এ কাউন্সিল অনুষ্ঠিত হলো। দীর্ঘ ১০ বছর পর এ কাউন্সিলকে ঘিরে ছিল নেতাকর্মীদের মাঝে টান টান উত্তেজনা। উপজেলা শহরটি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আগমনে ছিল মুখরিত।
