শাহ আলম, টাঙ্গাইল : কালিহাতী উপজেলা মসিন্দা চেচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিতেক্ত ঘোষনা করায় দীর্ঘদিন যাবৎ রোদ-বৃষ্টি-ঝড় অপো করে অতিকষ্টে কমলমতি ছেলে মেয়েরা গাছের নীচে কাশ করছে।

জানাযায়, উপজেলা মসিন্দা চেচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু করে ১৯৭৭ সালে।পরে ১৯৯২/৯৩ সালের অর্থ বছরের স্কুলের ভবনটি নির্মাণ করার পর বেশ সুন্দর পরিবেশে ছাত্র/ছাত্রীরা কাশ করে আসছিল। কিন্তু ভবন নির্মানের ৫বছর পর আবার সংস্কার করা হয়েছিল। কিন্তু বেশী দিন টিকে নাই। তারপর ঝুকিপূর্ন অবস্থায় কাশ করতে থাকলে অভিভাবক শিক,পরিচালনা পরিষদ,এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছিল। এমতাবস্থায় কালিহাতী উপজেলা শিা অফিসার হাবিবুর রহমান ও প্রাথমিক শিা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএম মেজবাহউল ইসলাম ৫মে ২০১৩ তারিখে বিদ্যালয়ের ভবনটি পরিতেক্ত ঘোষনা করেন। তার পর থেকে রোদ-বৃষ্টি-ঝড় অপো করে অতিকষ্টে কমলমতি ছেলে মেয়েরা গাছের নীচে কাশ করছে। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক আব্দুল আওয়াল,সভাপতি মোহাম্মদ আবুছাঈদ, মসিন্দা চেচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রতন কুমার দ্ত্ত জানান, বিদ্যালয়টি অতিব জররী ভাবে ভবনটি পূননির্মান করে কমল মতি শিার্থীদের সুন্দর শিার পরিবেশ সৃষ্টি করার জন্য যথাযথ কর্তৃপরে আশু হস্তপে কামনা করেন।
