খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ১১ জানুয়ারী শনিবার রামু পরিদর্শনে যাবেন। তিনি বিকালে রামু পৌঁছে উপজেলার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তি এবং রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করবেন। পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের বাস ভবনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

উল্লেখ্য, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ৯ জানুয়ারি ৪ দিনের সফরে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। ১০ জানুয়ারি বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আয়োজিত মহিলা সমাবেশে যোগ দেন। এবং ১২ জানুয়ারি সাড়ে ১১টায় কক্সবাজার বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
