স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সদর হাসপাতালের অভ্যন্তরিণ সমস্যার দ্রুত সমাধানে আশ্বাস দিলেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। ১১ জানুয়ারী রবিবার দুপুরে জেলা হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির সমাপনী বক্তব্যে তিনি ওই আশ্বাস দেন। হুইপ আতিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ডাক্তার-নার্স ও স্টাফদের দায়িত্বশীল ও সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, ডাক্তার-নার্সসহ জনবল, ঔষধ ও এ্যাম্বুলেন্স সংকট দ্রুতই সমাধান করা হবে। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় বিশেষ করে চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই শুরু হবে জেলা হাসপাতালকে ২শ ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা বিএমএ সভাপতি ডাঃ এম এ বারেক তোতা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, মনোনীত সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, প্রকাশ দত্ত, নাসরিন রহমান, কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।
