স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারী রবিবার সকালে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি স্থানীয় আইডিয়াল প্রিপারেটরী এ্যান্ড হাইস্কুলে ইউনিয়ন পর্যায়ের ২শ ৫০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।
