ads

রবিবার , ১১ জানুয়ারি ২০১৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাগাতার অবরোধে ভোলাহাটে জ্বালানী তেল ডিলারদের কৌশল : বেকায়দায় দিশাহারা ক্রেতা সাধারণেরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
লাগাতার অবরোধে ভোলাহাটে জ্বালানী তেল ডিলারদের কৌশল : বেকায়দায় দিশাহারা ক্রেতা সাধারণেরা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ২০দলের ডাকা লাগাতার অবরোধে সারাদেশ ব্যাপি শুরু হয়েছে নানা ভোগান্তি। বেকায়দায় পড়েছে দিশেহারা সাধারণ মানুষসহ বিভিন্ন পেশাদার ব্যবসায়ী আর ক্রেতা সাধারণেরা। সেই সাথে জ্বালানী তেলের ডিলারগণ নানা কৌশল করে হয়রানী আর আর্থিকভাবে তিগ্রস্থের ফেলেছে সাধারণ জনগণকে বলে বিভিন্ন এলাকায় প্রত্য্য করা গেছে। জানা গেছে, সারাদেশব্যাপি ২০দলের ডাকা লাগাতার অবরোধে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নানা পেশাদার ও ব্যবসায়ীগণ সহ বিভিন্ন যানবাহন চলাচলকারী মানুষেরা পড়েছে চরম বেকায়দায়। দিন আনে দিন খায় সাধারণ মানুষেরা না পারছে কোন প্রতিবাদ করতে। আর না পারছে এ অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সাধারণ জনগণের যেনো উভয় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। এযেনো শাঁখের করাত। করাত আসতেও কাটে ফের যেতেও কাটে। এ উভয় সঙ্কটের পাঁয়তারার গেঁড়াকলে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোটখাটো জ্বালানী যানবাহন চলাচলকারীগণ-বিভিন্ন মটরসাইকেল, ভুটভুটি, মিশুক, সিএনজি চালকগণ পড়েছে চরম বেকায়দায়। বিভিন্ন জ্বালানী তেল ডিলারগণ কৌশল করে ক্রেতা সাধারণকে পেট্রোল-ডিজেল মবিলসহ প্রতিটি জ্বালানী তেলের মুল্য উচ্চহারে বিক্রি করতে প্রত্য করা গেছে। বেকায়দায় পড়ে দিশাহারা হয়ে বাধ্য হয়ে অতিরিক্ত মুল্য দিয়ে ঐসব জ্বালানীতেল সংগ্রহ করতে হচ্ছে। এ ব্যাপারে ভোলাহাট উপজেলার প্রানকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেলমোড়ের সাইদুল ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সারাদেশব্যাপি ২০দলের লাগাতার অবরোধে নির্র্ধারিত স্থান হতে ট্রাক ভোলাহাটে আসতে খরচ হতো ৮হাজার টাকা, সেখানে বর্তমানে ৩৫হাজার টাকা লাগলেও ট্রাকগুলি তেল সরবরাহ করতে রাস্তায় নামছে পারছেন না । তবে তেলের মুল্য সামান্য বাড়লেও অতিরিক্ত হারে নেয়া হচ্ছে না বলে তিনি জানান। এ ব্যাপারে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সাথে কথা বললে তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার বলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!