রাজশাহী প্রতিনিধি : অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানোর ঘটনায় রাজশাহীর র্যাব সদস্যরা দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন- ইলিয়াস ও সামছুউদ্দিন। এছাড়া ওই মামলার এক এজাহার ভুক্ত আসামিকে বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মহানগরীর শালবাগান এলাকার পাশে আলিফ লাম মিম ভাটার সামনে পুলিশের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। তারা পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনের অস্ত্র কেড়ে নিয়ে বেধড়ক পেটায়। তাদের পিটুনিতে গুরুতর আহত হন শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন। এছাড়া শিবিরকর্মীদের ইটের আঘাতে আহত হন শাহমখদুম থানার এসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল জামাল উদ্দিন।

রাজশাহী র্যাবের সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, হামলায় অংশ নেওয়া শিবির কর্মীদের ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বোয়ালিয়া থানার আসাম কলোনি এলাকায় অভিযান চালায় র্যাব। পুলিশের ওপর হামলায় জড়িত থাকায় ওই এলাকার আসাদ শেখের ছেলে ইলিয়াস ও ইসমাইলের ছেলে সামছুউদ্দিনকে গ্রেফতার করা হয়। এরা দুজনই শিবির কর্মী। তারা পুলিশের ওপর হামলায় সরাসরি অংশ নেয়। এর আগেও এরা বিভিন্ন নাশকতায় চালায় নগরীতে।
শাহমখদুম থানার ওসি সায়েদুর রহমান ভুইয়া জানান, পবা উপজেলার নতুনপাড়া এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে সোহেল রানার ছেলে বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।তিনি জানান, বাপ্পী পুলিশের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।
রাজশাহীতে বিক্ষোভ মিছিল
রাজশাহীতে টানা অবরোধের পঞ্চম দিনে শনিবার সকালে নগরীর ফায়ার সর্ভিসের মোড় এলাকায় রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হোসনিগঞ্জ হয়ে যাদু ঘরের সামনে এসে শেষ হয়। শিবির কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ সেখানে যায়।
এদিকে, গত দুই দিনের মতো আজ দুপুরে অবরোধের সমর্থনে বিএনপি নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবন মোহন পার্কে এসে সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
তবে অবরোধের কারণে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাস-ট্রাক চলাচল করেনি। বিলম্ব হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শহরের সড়কগুলিতে রিকশা ও অটোরিকশাসহ সাধারণ পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, অবরোধকারীরা বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করতে পরে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ন করা হয়েছে পুলিশ। অব্যহত রয়েছে পুলিশ ও র্যাবের টহল। তবে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত মহানগন ও জেলা পুলিশের পৃথক অভিযানে মোট ৩০ জনকে শিবির কর্মী সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
