ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : যাত্রী সাধারণের সেবা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতকরনে পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাত্রীরা যাতে সঠিক সময়ে নির্বিঘেœ গন্তব্যে যাওয়া-আসা করতে পারে সেজন্য পশ্চিম রেল’র পাকশী ও লালমনিরহাট বিভাগে এবং রাজশাহীতে কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক মনিটরিং সেল গঠন করা হয়েছে।

মনিটরিং সেলের সদস্যরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। যাতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে এবং যাত্রীরাও নির্বিঘেœ যাতায়াত করতে পারে।
বিএনপি-জামায়াত সহ ২০ দলীয় জোটের অবরোধ ও নাশকতা থেকে রক্ষাকল্পে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, জি.আর.পি পুলিশ ও আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঐ সব বাহিনীর সদস্যরা সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করায় এবং কর্মকর্তাদের সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা থাকায় পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলের জি.এম আব্দুল আওয়াল ভুঁইয়া বলেন, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করে এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে সার্বক্ষনিক দায়িত্ব পালন করায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
