নকলা প্রতিনিধি : নকলা উপজেলা যুব দলের অন্যতম নেতা শফিউল আলম পলাশকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) গোলাম হায়দার গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের নিকট সোপর্দ করেছেন। জানা যায়, ঐ নেতা একাধিক মামলার চার্জশীট ভূক্ত আসামী। বিএনপির সময় চাঁদাবাজি সহ নানারকম অসামাজিক কাজে লিপ্ত ছিল। দীর্ঘ ৮বৎসর পালিয়ে থাকার পর নকলায় নিজ গ্রাম কায়দা পাগলী মার্কেট থেকে নকলা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল্েয নকলা ডাকবাংলো চত্বরে থানা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও থানা কমিটির নেতা কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বঙ্গবন্ধুর একাত্তরের বিজয় এবং বিদেশী কারাগার থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন নকলা আওয়ামী লীগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আ’লীগের নেতা বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ফেরদৌস রহমান জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চেয়ারম্যান আলহাজ্ব মাযহারুল আনোয়ার মহব্বত। এ সময় আ’লীগের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
