শ্যামলবাংলা ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় কারাগারে আটক জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ। ১১ জানুয়ারী রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন রুবেলের আইনজীবীরা। পরে শুনানি শেষে এ আদেশ দেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস।
এর আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠিয়েছিলেন। পরে রবিবার সকালে আসামির আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন দেন। সকাল ১০টা ৫০ মিনিটে এ আবেদন শুনানি গ্রহণ করে বিচারক আদেশ পরে দেবেন বলে জানান।
গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন রুবেল। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।
