গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ২০দলীয় জোটের ১১৬জন নেতাকর্মীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ২০দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নাশকতা কর্মকান্ড চালাবে এমন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে নাশকতা কর্মকান্ডের সাথে জড়িত সন্দেহে ১১৬জন নেতাকর্মীকে আটক করা হয়। এব্যাপারে পুলিশ বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে চৌডালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহ আলমকে গ্রেফতারের প্রতিবাদে কর্মীরা চৌডালা ইউনিয়নেয় উদয়নগর ব্রিজ এলকায় প্রায় ২৪ ফিট রাস্তা কর্তন করে রহনপুর-কানসাট সড়কে যানচলাচল বন্ধ করে রেখেছে।
