অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : অবশেষে গাজীপুরের গিভেন্সী গ্রুপের বৃদ্ধ নিবাস থেকেই চিরদিনের জন্য বিদায় নিলেন জনম দু:খিনী বৃদ্ধা মা আরাফাতুন নেছা (৮৬)। গত বছরের ৩০ জানুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডে পাষন্ড দুই ছেলে তাদের বৃদ্ধা মাকে ফেলে যায়। এনিয়ে বিভিন্ন দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলেও দীর্ঘদিনেও বৃদ্ধা আরাফাতুন নেছার খবর নেয়নি তার সন্তানেরা। ওই সময় প্রকাশিত সংবাদের পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা পূর্বক সুস্থ করে তোলেন। পরবর্তীতে ওই বৃদ্ধার ঠাঁই মেলে গিভেন্সী গ্রুপের বৃদ্ধ নিবাস গাজীপুরের মনিপুর বিশিয়া-কুড়িবাড়ি মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. আবু শরীফ মোবাইল ফোনে জানান, বৃদ্ধা আরাফাতুন নেছার খোঁজ নিতে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আসেনি তার পাষন্ড সন্তানেরা। কিন্তু শনিবার সকালে মৃত্যুর পূর্বেও আরাফাতুন নেছা তার সন্তানদের দেখার জন্য আকুতি মিনতি করেছিলেন। তিনি আরো জানান, শেষ পর্যন্ত স্বজনদের খোঁজ না পাওয়ায় আরাফাতুন নেছার মৃত্যুর পর তার লাশ শনিবার বিকেলে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শামীম ও জাহিদ নামের দু’ছেলেকে সারাজীবন আগলে রেখেছিলেন তার মা আরাফাতুন নেছা। বয়সের ভারে নানারোগে আক্রান্ত হওয়ায় সেই ছেলেদের কাছেই বোঝা হয়ে পরেন তিনি। ফলে গত বছরের ৩০ জানুয়ারি পাষন্ড দুই ছেলে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসস্ট্যান্ডে তাদের বৃদ্ধা মাকে ফেলে রেখে যায়।

বরিশালে খান সন্সের সোনারগাঁও টেক্সটাইল মিলে লে-অফ ঘোষণা
তুলা না পাওয়ার অজুহাত দেখিয়ে লে-অফ ঘোষণা করা হয়েছে খান সন্স গ্রুপের প্রতিষ্ঠান বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলস্। শনিবার সকালে প্রকল্প পরিচালক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি আকস্মিক মিলের গেটে টানিয়ে দেয়ায় কর্মরত সহস্রাধিক শ্রমিক হতাশাগ্রস্থ হয়ে পরেছে।
কর্মরত ইঞ্জিনিয়ার মো. জালাল আহমেদ জানান, তারা তুলা থেকে সুতা উৎপাদন করেন। তুলা না পাওয়াতে তারা তিনদিনের জন্য (১৩ জানুয়ারি পর্যন্ত) মিলটি কর্তৃপক্ষের নির্দেশক্রমে লে-অফ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, তাদের এখানে তিন শিফটে সহস্রাধিক শ্রমিক কর্মরত রয়েছে। ইতোমধ্যে কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়েছেন। কাঁচামাল পাওয়া গেলে ফের মিলটি চালু করা হবে বলেও তিনি জানান। তবে এবিষয়ে খান সন্স গ্রুপের কোন কর্মকর্তারাই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
টেক্সটাইল মিলে কর্তরত শ্রমিক নদী আক্তার বলেন, জানুয়ারি মাসের ১০ তারিখ হলেও তাদের গত বছর ২০১৪ সালের নভেম্বর মাসের বেতন পুরোটা দেয়া হয়নি। বহু কষ্টে অর্ধেক বেতন পেয়েছেন। এখনও ডিসেম্বর মাসের বেতন পুরোটা বাকি। এসময় আকস্মিকভাবে তুলা সংকটের অজুহাত দেখিয়ে মিলটি বন্ধ করে দেয়ায় তারা পুরোপুরি হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। তবে নোটিশে তিনদিনের বন্ধ ঘোষণা করা হলেও আদৌ কবে মিলটি খোলা হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শ্রমিকেরা।

গৌরনদীতে বিএনপি’র ৩ নেতাকর্মী গ্রেফতার
২০ দলের ডাকা চলমান অবরোধ কর্মসূচীতে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার গৌরনদী থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলা বাস্তহারা দলের নেতাসহ ৩ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বাস্তহারা দলের সভাপতি জাকির হোসেন কবিরাজ, বিএনপি কর্মী রুবেল পাইক ও নুরুল হক।
হিজলায় আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ২০
হিজলা উপজেলার একতা বাজারে শনিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
গৌরবদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি সদস্য মো. হাবিব সরদার জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের সমর্থকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে শনিবার দুপুরে ফের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর জখম তাহের মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক। হিজলা থানার ওসি এমআর শওকত আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
