আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে রেল নিরাপত্তা বাহিনী। এ ব্যাপারে জিআরপি থানায় একটি জিডি করা হয়েছে।
রেল পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টায় সান্তাহার ষ্টেশানের ওভার ব্রীজের নিচে একটি পরিত্যাক্ত অবস্থায় ব্যাগ দেখে ট্রেন যাত্রীরা প্লাট ফরমে রেল নিরাপত্তা বাহিনীকে খবর দেন। পরে ওসি সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১০ কেজি ৭শ গ্রাম ওজনের পাথরের মূর্তিটির উচ্চতা ১৫ ইঞ্চি এবং চওড়া ৯ ইঞ্চি বলে জানাযায়।
