কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে অটোবাইকের চাপায় পড়ে মাহি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে ভৈরব পৌরশহরের বাজারে প্রবেশ পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহি ভৈরব উপজেলার ভৈরবপুর দণিপাড়ার ইটালি প্রবাসী মোরাদ মিয়ার শিশু ছেলে। ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শ্যামল মিয়া জানান, মাহি ভৈরব বাজারে প্রবেশ পথে রাস্তায় নেমে ছাগল দেখতে যায়। ওই সময় একটি অটোবাইক মাহিকে চাপা দিলে ঘটনাস্থলেই মাহি মারা যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
