কক্সবাজার প্রতিনিধি: জেলার উখিয়া খেলার মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেলা কমিটি ও যুবলীগ নেতাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। মেলায় আইন শৃঙ্খলা রার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে তাঁতীলীগ নেতা গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছে। বাণিজ্য মেলার নামে নগ্ন মেলা চলছে বলে অভিযোগ এনে ওই মেলা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা। একাধিক সূত্র জানায়, মেলার নামে আদায় হওয়া টাকার ভাগবাটোয়ারা ও কর্তৃত্ব নিয়ে গত ৪দিন ধরে দ্বন্ধ চলে আসছিল সংশিষ্টদের মধ্যে। শুক্রবার রাতে উখিয়া উপজেলা যুবলীগের নেতাবেলাল উদ্দিনকে লাঞ্চিত করার জের ধরে ঘটনার সূত্রপাত ঘটেছে বলে তথ্য মিলেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উখিয়ায় সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার রাতে মেলা কমিটির আহ্বায়ক জাতীয় পার্টির নেতা অধ্যাপক নুরুল আমিন ভুট্টো উখিয়া উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিনকে লাঞ্চিত করলে তিনি রাত ১২টায় যুবলীগ নেতাকর্মী নিয়ে মেলা বন্ধের জন্য দাবী জানিয়ে মিছিল সহকারে মেলাস্থলে প্রবেশ করেন। ওসময় মেলার আইন শৃঙ্খলা রার দায়িত্বে থাকা উখিয়া থানা পুলিশ যুবলীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি লাঠিপেটা করে আহত করেছে। এক পর্যায়ে পুলিশ ৩ রাউন্ড গুলি ছুড়লে উপজেলা তাঁতীলীগের সহসভাপতি আবদুস শুক্কুর গুলিবিদ্ধ ও মেলায় আসা দর্শনার্থী লোকজন আহত হয়। গুলিবিদ্ধ শুক্কুরকে প্রথমে উখিয়া ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। উখিয়া তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জানান, পুলিশ এবং মেলা কমিটির সঙ্গে তাঁতীলীগের কোন ধরণের ঘটনা হয়নি। তবে কি কারণে পুলিশ তাঁতীলীগের নেতাকে গুলি করে আহত করেছে- তার সঠিক তদন্ত পূর্বক বিচার দাবী করছি। এলাকাবাসী জানায়, বাণিজ্য মেলার নামে ঐ নগ্ন মেলা বন্ধ করা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম বিঘœ ঘটতে পারে। মেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিন ভুট্টো মেলা চলাকালীন কোন নেতাকে লাঞ্চিত করা হয়নি দাবী করে বলেন, একটি কু-চক্রি মহল মেলা বন্ধ করতে এ হামলা চালিয়েছে।
