ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনায় দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহরে র্যালী বের করে।
র্যালীটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে সংপ্তি পথ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পাবনা সদরের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সিনিয়োর সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের প্রসশাক এম.সাইদুল হক চুন্নু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামীগের সভাপতি তোসলীম হাসান সুমন, সাধারন সম্পাদক শাজাহান মামুন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, শ্রমীক লীগ নেতা প্রদীব কুমার সাহা, জেলা ছাত্র লীগের সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু, সাধারন সম্মাদক রফিকুল ইসরাম রুমন, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল করিম সুমন, সাধারন সম্পাদক ইমরান শেখ, সরকারী এডওর্য়াড কলেজের সভাপতি সজিব আহম্মেদ, শহীদ বুলবুল কলেজের সভাপতি শিবলী সাদীক প্রমুখ।
বক্তারা বলেন, যারা জাতীর জনককে অস্বীকার করে, যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি তারাই আবার বঙ্গবন্ধুর সোনার বাংলায় মতায় আসতে চায়। এক বিন্দু রক্ত থাকতে আমরা এই বাংলায় তাদের মতায় আসতে দিবো না, রাজাকারের কোন স্থান হবে না এই বাংলায়।
বক্তারা আরো বলেন এই ঐতিহাসিক দিনটিকে স্বরণ করে রাখার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আগামী দিনের আন্দলন সংগ্রামে সকল নেতা কর্মীদের একসঙ্গে থেকে শত্রুর মোকাবেলা করার আহবান জানান।
