পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে শনিবার সকালে সংগঠণের জিরো পয়েন্টস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আ’লীগনেতা অধ্য লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগনেতা মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, উপাধ্য আফছার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, বিজন বিহারী সরকার, আবুল বাশার বাবুল সরদার, মুক্তিযোদ্ধা জামাত আলী, এ্যাডঃ শেখ আব্দুর রশীদ, এ্যাডঃ সমীর কুমার বিশ্বাস, গাজী সহিদুল ইসলাম খোকন, জেলা যুবলীগনেতা শেখ রফিকুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা এস,এম, সামছুর রহমান, শেখ আব্দুস সাত্তার, শেখ শহিদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, পরেশ মন্ডল, প্রণব মন্ডল, শেখ সেলিম, শেখ আলাউদ্দীন, বাবুলাল বিশ্বাস, আব্দুল হাই আজাদ, জগদীশ রায়, শেখ জিয়াদুল ইসলাম, আব্দুর রাজ্জাক সানা, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, পবিত্র মন্ডল, দেবব্রত রায়, অখিল মন্ডল, রফিকুল ইসলাম, জাহিদুল আলম, কেষ্টপদ মন্ডল, ছাত্রলীগনেতা আশরাফুল ইসলাম রাবু, এ.কে আজাদ, জিনারুল ইসলাম, বিপ্লব মন্ডল, সঞ্চয় কুমার ঘোষ, আসিফ ইকবাল রনি, তারক চন্দ্র সানা, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান পলাশ, অমিত ও সৈকত।

পাইকগাছায় ৫ দিনের অবরোধে মাঠে নেই জোট নেতারা : নিরাপত্তায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
খুলনার পাইকগাছায় গত ৫দিনের অবরোধে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোন নেতাকর্মী মাঠে না থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে বিজিবি ও অতিরিক্ত পুলিশ। দুরপাল্লার বাস চলাচল কিছুটা অস্বাভাবিক হলেও স্থানীয় রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক। সারা দেশের ন্যায় গত মঙ্গলবার থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের শুরু হওয়া অবরোধ শনিবার পর্যন্ত গত ৫ দিনের অবরোধে জোট প্রধান বিএনপি এবং জোটের অন্যতম শরীক জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে অবরোধ সমর্থনে রাজপথে দেখা যায়নি। এমনকি দায়িত্বশীল ও অনেক নেতাকর্মী অবরোধ ডাকার সাথে সাথেই এলাকা ছেড়ে অন্যত্র গাঢাকা দিয়েছে। ফলে অনেকটাই ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে অবরোধ। ঢাকাগামী পরিবহন মাঝে মধ্যে যাতায়াত করছে বলে পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ঈগল পরিবহনের স্থানীয় ম্যানেজার বাবুল হাসান জানান। পাইকগাছা-খুলনা রুটে বাস চলাচল স্ব্ভাাবিক রয়েছে বলে খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান। অবরোধে জনজীবনে কোন প্রভাব না ফেললেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থান সমুহে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি সিকদার আককাছ আলী জানান।

পাইকগাছা কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
খুলনার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটোরিয়াম ভবনে ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন। উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক সুরাইয়া বানু ডলি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মনিরুজ্জাজামান, মোঃ কামরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, লিলিমা খাতুন, লুবনা ইসলাম, নাজমিন নাহার, আছাবুর রহমান শিমুল, আজিজুর রহমান, তারেক আহমেদ ও সুমা হালদার। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদির।
