ads

শনিবার , ১০ জানুয়ারি ২০১৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের মিলন মেলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৫ ৭:৩৭ অপরাহ্ণ

uuuuতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : গত শুক্রবার কুমিল্লা মহানগরীর মহেশাঙ্গন নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী’র প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের সকল গুরু ভাই-বোনদের ৭ম বার্ষিকীতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল হতে আগত হাজারো ভক্তশ্রোতার মিলন মেলা অনুষ্ঠিত হয়।
তদুপল্েয বিকেল ৩টায় পরমাধ্য শ্রীগুরুদেবের বিগ্রহ স্থাপন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, শ্রীগুরু গুনগান ও কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যায় গায়ত্রী জপ ও শ্রীগুরু বন্ধনা, শ্রীগুরু পূজা, পরমারাধ্য শ্রী গুরুদেবের জীবনী আলোকে আলোচনা ও রাস আরতি কীর্তন এবং মিলন মেলা অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ মধ্যদিয়ে শেষ হয় মিলন মেলা।
ওই মিলন মেলায় অনুষ্ঠানে বাংলাদেশ সেবাশ্রম সংঘের অন্যতম সদস্য রিপন দত্ত (হনুমান) এর উপস্থাপনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক উপ-সচিব সঞ্জয় কুমার ভৌমিক এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সি আই ডি বাংলাদেশ পুলিশ কুমিল্লার পুলিশ পরিদর্শক শ্রী প্রভাত কুমার নন্দী, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন- মহেশাঙ্গন এম ভট্টাচার্য্য এন্ড কোং এর জেনারেল ম্যানেজার অধ্যাপক বিমলেন্দু নারায়ণ মজুমদার, মহেশাঙ্গন লোকনাথ স্মৃতি তর্পন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ অমল ভৌমিক ও সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, কুমিল্লা ট্যুরিজমের অন্যতম সদস্য কমল চন্দ খোকন, কুমিল্লা সিটি প্রেসকাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার সহ বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেবাশ্রম সংঘের সদস্য মানিক সরকার, নারায়ণ সরকার, তিমির সাধু, ধীমান সরকার (রনি), নান্টু সরকার, পংকজ সরকার ও বিধান সরকারসহ হাজারো ভক্ত-শ্রোতা।
ওই সভায় বক্তারা বলেছেন- হিন্দু ধর্মকে ধরে রাখতে নিজের সংসারকে সুন্দর করে গড়ে তুলতে হবে। ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কেউ কোন দিন রেহাই পায়নি। হিন্দু যুব সমাজ যেন বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখাসহ হিন্দু যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
ওই মিলন মেলা অনুষ্ঠান শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে নগরবাসীসহ গোটা কুমিল্লাবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সেবাশ্রম কুমিল্লা মহানগর শাখার সভাপতি সুকেন চন্দ্র সরকার।
এদিকে, বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী’র জীবন কাহিনী গুরু ভজন দীপিকা সূত্রে জানাযায়- শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী লোক হিতার্থে ও লোক শিক্ষার্থে তথা লোক সংগ্রহে জীবনের প্রতিটি মুহুর্ত অতিবাহিত করেছেন ও করছেন। শ্রীমদ্ভগবদ গীতার কর্ম-জ্ঞান-ভক্তি যোগ সমুচ্চয়ের চলমান প্রতীক শ্রীমৎ বিবেকানন্দ গোম্বামী। “সর্বধর্মান পরিত্যাজ্য মাকেকং শরণং ব্রজ” স্তরে উন্নীত ও আত্মসমপর্ণেও তথা ব্রজের শ্রেষ্ঠভাব গোপীভাবে ভাবান্বিত তিনি। জগৎপতিকে পতিজ্ঞান করেন বলেই তাঁর ললাটে সিঁদুর, হাতে শাখা-চুড়ি এবং পরিধানে শাড়ি। ভক্তদের অনুরোধে তিনি বরগুনা জেলার পাথরঘাটায় প্রথমে বাংলাদেশ সেবাশ্রম গড়ে তোলেন। বর্তমানে এ সেবাশ্রমের সংখ্যা চল্লিশোর্ধ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!