কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নাউরীপাড়া গ্রামের গৌরাঙ্গ মিত্রের পারিবারিক হরি মন্দিরে ভোর রাতে দুবৃর্ত্তরা অগ্নিসংযোগ করে এবং একই গ্রামের নেপাল বিশ্বাসের পারিবারিক কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে। জেলা প্রশাসক ড. তরুন কান্তি শিকদার ও পুলিশ সুপার জাকির হোসেন, এ,এস,পি বারহাট্টা সার্কেল আমিনুল ইসলাম ও ওসি বশির আহম্মেদ, কৈলাটী ইউ.পি চেয়ারম্যান শামছুদ্দিন হেলালীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
