কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার শহরে লালদিঘীর পূর্বপাড় এসআলম কাউন্টারের সামনে থেকে শুক্রবার রাতে এক দালালসহ ৯ মালয়েশিয়াগামীকে আটকের ঘটনায় ১৬ মানবপাচারকারীর বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী করা হয়েছে ঘটনাস্থল থেকে ধৃত দালাল আবছারকে। মালয়েশিয়ায় আদম পাচারে কক্সবাজার ভিত্তিক গডফাদার একরাম ও মো:আলী পাকি বাদ পড়ায় কানাঘুষা চলছে বিভিন্ন স্থানে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে- নরসিংদীর দালাল কমল, কক্সবাজার সদর খুরুশকুলের খামার পাড়ার ছৈয়দ হোছন, বেলাল, আজিজুল হক, কাউয়ারপাড়ার পারভেজ, কুতুবদিয়া পাড়ার দস্তগীর, আনিসুর রহমান, রশিদ মাঝি, সোনা মিয়া, নুনিয়াছড়ার ছৈয়দ করিম। প্রশাসনের আদমপাচার বিরোধী ব্যাপক অভিযানের পরও অঢেল টাকার মালিক বনে যাওয়া মতাধর কিছু দালালের কারণে মানবপাচার থামছেনা কক্সবাজারে। এসব দালালদের মধ্যে উলেখযোগ্য হচ্ছে শহরের সমিতি পাড়া কেন্দ্রিক সিন্ডিকেট প্রধান একরাম, লিংকরোড ভিত্তিক মোহাম্মদ আলী পাকি ও নুনিয়াছড়ার ছৈয়দ করিম। এদের বিরুদ্ধে একাধিক মামলা টুকে দেয়া হলেও টাকার জোরে তারা সর্বদা বাদ পড়ে যায় বলে জানা গেছে।
