লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আন্দোলনে জনগনের স¤পৃক্ততা না পেয়ে বিএনপি সহিংসতা আর নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করে, ট্রেন লাইনের ফিস-প্লেট খুলে, বাস পুড়িয়ে, রাস্তা কেটে বিএনপি নাশকতা করছে। ৯ জানুয়ারী শুক্রবার বেলা ১২টায় নড়াইলের লোহাগড়া সীমান্তবর্তী নির্মিতব্য কালনা সেতুর স্থান পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের ওই কথা জানান।

মন্ত্রী আরও বলেন, জনগন যে আন্দোলনে যুক্ত হয় সেই আন্দোলন হয় ভয়াবহ আর জনগন সাথে না থাকলে তা হয়ে যায় নাশকতা। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, সেই সাথে জনগনকেও এই সহিংসতা প্রতিরোধের জন্য আহ্বান জানান তিনি। বিএনপি নেতাদের ব্যাপারে তিনি বলেন, যে নেতা পালিয়ে যায় তিনি নেতাই বা হন কি করে সে প্রশ্নও রাখেন তিনি। এদিকে অবরোধ ডেকে বিএনপি’র নেতারা নিজেরা রাস্তায় না নেমে ঘরে শুয়ে বসে ফেসবুকিং করে জনগনের দূর্ভোগ বাড়ান। বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সাথে না পেয়ে বাইরের দেশের দিকে তাকিয়ে থাকে।
এপ্রিলে শুরু হবে বহু আকাক্সিত কালনা সেতুর কাজ
দেশের দণি-পশ্চিমাঞ্চলের লোহাগড়া-কালনা কাশিয়ানী সেতুর কাজ চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে। ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়া ও গোপালগঞ্জের কাশিয়ানি থানার সীমান্তবর্তী মধুমতি নদীর কালনায় সেতুর স্থান পরিদর্শনে গিয়ে ওইকথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সেতু এখন সময়ের ব্যাপার মাত্র। পদ্মা সেতুর সাথে দেশের পশ্চিমাঞ্চলের সংযোগ বেনাপোল পর্যন্ত হবে কালনা সেতুর মাধ্যমে। সেতুটি ভালোভাবে নির্মাণ করা হবে বলে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া সড়ক সেতুর সাথে রেল সেতুর সংযোজনের চিন্তাও সরকারের রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য গত বছর সরকারের বর্তমান মেয়াদের প্রথম একনেক বৈঠকে কালনা সেতু প্রকল্পটি অনুমোদন হয়।

