স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠত হবে। নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পূর্নাঙ্গ তফসিল ঘোষণা করে ভোটগ্রহনের ওই তারিখ নির্ধারণ করেছেন।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ১১ জানুয়ারি বেলা একটায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং পরদিন ১২ জানুয়ারি বেলা ১১ টাক থেকে দুইটা পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিস্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। ১৩ জানুয়ারি সকাল ১১ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রী করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পরদিন ১৯ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত। ২০ জানুয়ারি সকাল ১১ টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই এবং ২২ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সকাল ১১ টায় প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৯ জানুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. জিন্নত আলী জানান, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ২৭ পদের মধ্যে সভাপতি পদে জেলা প্রশাসক এবং ৫ সহ-সভাপতির মধ্যে পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসকের দুটি পদ সংরক্ষিত। এছাড়া সহ-সভাপতির তিনটি, সাধারন সম্পাদক, সহ-সাধারন সম্পাদক, দুই যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া ১৭ টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। ইতোমধ্যে ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন কাব, সংস্থা ও বিভাগের কাউন্সিলর তালিকা নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে।
নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী জানান, মনোনয়নপত্রের দাম সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সহ-সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে এক হাজার ৫শ টাকা এবং সদস্য পদে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একজন ব্যক্তি একাধিক পদে প্রার্থী হতে পারবেন না।
