স্টাফ রিপোর্টার : শেরপুরে শীতার্ত দরিদ্র শ্রমজীবীদের শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে জেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’। ৯ জানুয়ারী শুক্রবার শহরের হরিজন পল্লীর বাসিন্দা রবিদাস সম্প্রদায় এবং কালেক্টরেট মসজিদে কর্মরত শীতার্ত নির্মাণ শ্রমিকদের মধ্যে আশা’র পক্ষ থেকে প্রদত্ত কম্বল বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় আশা‘র জেলা ব্যবস্থাপক টিএম. আব্দুল হালিম ও আঞ্চলিক ব্যবস্থাপক এসএম. আমজাদ উপস্থিত ছিলেন। এর আগে শহরের পশ্চিম শেরী এলাকার ‘মাদ্রসাতুল আমা’ অন্ধদের মাদ্রাসার এতিম এবং সরকারি বালিকা শিশু পরিবারের এতিমদের মধ্যেও কম্বল বিতরন করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে আশা’র পক্ষ থেকে শীতার্তদের মধ্যে ২শ ৫০ টি কম্বল বিতরন করা হয় বলে আশা‘র জেলা ব্যবস্থাপক টিএম. আব্দুল হালিম জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, এই শীতে সরকারিভাবে জেলায় প্রথম দফায় ৫২ ইউনিয়নের প্রতিটিতে ২শ করে কম্বল বিতরন করা হয়। পরবর্তীতে জেলায় অসহায়-দরিদ্র শীর্তার্তদের জন্য আরও ২ হাজার ৭শ কম্বল এবং আরেক দফায় আরও ৮শ কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধি এবং ষাটোর্ধ বয়স্কদের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আরও ৬শ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলায় আরও বেশকিছু কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
