মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : শীতকালীন সবজি শিম চাষ করে দারিদ্রতা জয় করছেন নওগাঁর মহাদেবপুরের প্রায় ২ হাজার কৃষাণ-কৃষাণী। শীতকালিন এ সবজির দাম ভাল পাওয়ায় দারিদ্রতা মোকাবেলা সহজ হয়েছে কৃষকদের। তাদের মুখে ফুটেছে আনন্দের হাসি। অনুকুল আবহাওয়ায় ভাল ফলন ও ভাল দাম পেয়ে কৃষাণ-কৃষাণীর পরিবারে স্বচ্ছল অবস্থা ফিরেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগেও এই এলাকায় শুধু মাত্র বাড়ির আঙ্গিনা ও আশপাশের পতিত জমিতে নিজের পরিবারের চাহিদা মেটাতে শিম চাষ করত বাড়ির মেয়েরা। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এখন সেই শিমের চাষ বাড়ীর আঙ্গীনার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠে। উপজেলার ঝারগ্রাম, লক্ষ্মীপুর, ভালাইন, দোহালী, শিবরামপুর, এনায়েতপুর ও রামচন্দ্রপুরসহ প্রভৃতি গ্রামের মাঠে মাঠে এখন সবুজ শিমের সমারোহ। বাণিজ্যিকভাবে শিম চাষ করে দারিদ্রতা জয় ও সংসারের স্বচ্ছলতা এনেছেন এসব গ্রামের প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। মৌসুমের শুরুতে শিম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রম দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠ পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভাল হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দামও রয়েছে ভাল। শিম বিক্রি করতেও কৃষকদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না। জমি থেকেই পাইকাররা শিম ক্রয় করে নিয়ে যাচ্ছেন বাজারে। উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম জানান, এ শীতে এখানে প্রায় ৩০০ বিঘা জমিতে শিম চাষ হয়েছে।
