কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃস্পতিবার সকালে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ রূপসা গ্রাম থেকে ১৯৬৭ সনের পাকিস্তান আমলের গুলি ও ব্যানেট উদ্ধার করেছে।

পুলিশ জানায়, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ও এরশাদের বাড়ীর সামনে পৈত্রিক জমিতে মাটি খননের সময় ৩ ফুট নিচে কোদালের কোপ পড়লে শক্ত কিছু বস্তুর সন্ধান পায়। শ্রমিকরা বস্তুটি হাতে নিয়ে লম্বা ট্যাবলেটের মতো দেখে জমির মালিককে দেখায়। জমির মালিক পুলিশকে খবর দেয়। পরে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ১৯৬৭ সনের পাকিস্তান আমলের ২শ ২১ রাউন্ড গুলি ও ৫টি বেয়নেট উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
