শেরপুর প্রতিনিধি : একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এর গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। ৭ জানুয়ারী বুধবার বিকেলে শহরের পৌর টাউন হলের সামনে ইটিভি’র শেরপুর প্রতিনিধি মো. শরিফুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো, শেরপুর প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, কোষাধ্যক্ষ আবুল হাশিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রফিক মজিদ, শেরপুর সাংবাদিক কল্যান সমিতি’র সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ মাসুদ হাসান বাদল,এনটিভি প্রতিনিধি কাকন রেজা, বিজয় টিভি প্রতিনিধি জিএম বাবুল, চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, দিনের শেষে প্রতিনিধি কাজী মাসুম প্রমূখ।
