ইয়ানুর রহমান, যশোর : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোরে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম এ আদেশ দেন।

গত ২২ ডিসেম্বর যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খয়রাত হোসেন বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা করেছিলেন। এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য যশোর কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন আদালত। ওসির রিপোর্ট পাওয়ার পর আদালত আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেনের অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন মামলা দায়ের করেন।
