ইয়ানুর রহমান, যশোর : যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় গ্যারেজে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয়। এ সময় বাসটি একটি গ্যারেজে ছিল।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এর আগে বাসটির একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন বলেন, ‘অল্প সময়ের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বাসটি পুরো পুড়ে যায়নি।’ তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেননি তিনি।
