ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা থেকে : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুরে এক ছাত্রলীগ কর্মী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী সিনিয়রদের সামনে ধুমপান করার অভিযোগে ছাত্রলীগ নেতা শাহেদ সিদ্দিকী শান্ত মারপিট করে। মারপিটের স্বীকার হওয়া ছাত্র মেহেদী হাসান বনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সাবেক আহবায়ক মিজানুর রহমান সবুজ গ্রুপের হওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে শান্ত গ্রুপকে ধাওয়া করে। এ সময় শান্ত গ্রুপ ক্যাম্পাসের মধ্যে অবস্থান নেয়। সবুজ গ্রুপ ক্যাম্পাসের বাহিরে অবস্থান নেয়। দফায় দফায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। সাধারন শিক্ষার্থীরা আতংকিত হয়ে দৌড়ে নিরাপদে চলে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ প্রসঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নিজেদের মধ্যে ঝামেলা করে। পরে তাৎক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী মাহাদী হাসান বলেন, এ ঘটনার জন্যে আমরা লজ্জিত ও দুঃখিত। তবে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শাহেদ সিদ্দিকী শান্তর সাথে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তবে সবুজ গ্রুপের ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি আসিফ হোসেন জানান, আমাদের কর্মী বনিকে বিনা অপরাধে তারা ব্যাপক মারপিট করেছে।
