শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রতি শাজাহানপুরে পাইপে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে যদি হত্যা মামলা হতে পারে, সেখানে সিএনজিতে অগ্নিসংযোগ করে ৩ জনের মৃত্যুর ঘটনায় বেগম খালেদার বিরুদ্ধে কেন মামলা হবে না। তার বিরুদ্ধেও মামলা হতে পারে। তিনি ৬ জানুয়ারী মঙ্গলবার সকালে তথ্য অধিপ্তরের সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।

এসময় তিনি বলেন, জঙ্গিবাদকে হালাল করে সাংবিধানিক প্রক্রিয়াকে বিপদগ্রস্ত করার ভুল রাজনীতি বেগম খালেদা জিয়া আবারও দেশ ও জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিন্তু সরকার জঙ্গিবাদের উসকানিদাতাকে ছাড় দেবে না।
অবরোধ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের ১ বছরের মাথায় ৫ জানুয়ারিকে সামনে রেখে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছিল। ঢাকায় ব্যাপক গোলযোগ করে ক্ষান্ত হয়নি। সরকারের পতন হয়ে যাবে ভেবে ব্যাপক সন্ত্রাস, অন্তর্ঘাত-নাশকতার প্রস্ততি গ্রহণ করে বিএনপি- জামায়াত। প্রকাশ্যে অশান্তির উস্কানি দিতে থাকে তারা। দু’দিন আগে থেকেই বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগ করা শুরু করা হয়। এভাবে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করা গণতান্ত্রিক অধিকার নয়। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের শান্তিপ্রিয় মানুষকে অশান্তির পথে ঠেলে দেবে- এ ধরনের উস্কানিদাতাকে আমরা ছাড় দেবো না।
বেগম খালেদা জিয়ার ৭দফা দাবির সমালোচনা করে মন্ত্রী বলেন, ৭ দফায় অতীতের ভুল স্বীকার করেননি,অতীতের ভুল রাজনীতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাননি। বরং জ্ঞানপাপীর মতই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের সঙ্গে দোস্তির রাজনীতি ত্যাগের কোন কথা বলেননি। আলোচনার নামে বেগম জিয়া যুদ্ধাপরাধ ও জঙ্গিদের রাজনীতিকে হালাল করার ফাঁদ পেতেছেন।
