কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধা ফুরকান ভূইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাশিরউদ্দিন ফারুকী, কটিয়াদী উপজেলা কমান্ডার মতিউর রহমান খান, ডেপুটি কমান্ডার ইসরাইল মিয়া প্রমুখ। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় কটিয়াদীর পূর্ব মন্ডলভোগ গ্রামের মুক্তিযোদ্ধা ফুরকানকে একই এলাকার নূরুল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২৬ ডিসেম্বর হত্যা করে বলে অভিযোগ করা হয়।
হোসেনপুরে ইজতেমাগামী মুসল্লীদের দুর্ভোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
২০ দলীয় জোটের টানা অবরোধের কারণে কিশোরগঞ্জের হোসেনপুরে তিনদিন ধরে দূর পারল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ যাত্রী ও ব্শ্বি ইজতেমাগামী মুসল্লীদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগ। অনেকেই বুধবার সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। বাস না পেয়ে মুসল্লীগন জামাতবদ্ধ হয়ে পায়ে হেটে ইজতেমার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বিকল্প হিসেবে সিএনজি অটোরিকসায় গাজীপুর পর্যন্ত দ্বিগুণ / তিনগুণ বেশি ভাড়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
কিশোরগঞ্জে ঈশাখা ট্রেনের বগিতে আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ঈশাখা ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্লবার রাতে কিশোরগঞ্জ স্টেশনে দাঁড়ানো ট্রেনটিতে আগুন লাগানোর এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ভৈরব থেকে ময়মনসিংহগামী ঈশাখা ৩৯ ডাউন যাত্রীবাহী একটি ট্রেন কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌছে মঙ্গলবার রাত শোয়া দশটার দিকে । এ সময় যাত্রীবেশী দুর্বৃত্তরা ট্রেনের একটি বগির সীটে আগুন দেয়। এতে করে ট্রেনের ভিতরের কয়েকটি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঈশা-খা ট্রেনটি স্টেশনে পৌঁছার কিছুক্ষণ পরই কয়েকজন যাত্রীবেশী দুর্বৃত্ত একটি বগিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কিশোরগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা (১ তাং৭.১.১৫ ইং) দায়ের করেছেন।
