হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গভীর নলকূপ (সাব-সার্বেবল) নষ্ট থাকায় পানির সংকটে ভর্তিকৃত রোগীদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। ফলে বাধ্য হয়েই অনেক রোগী অন্যত্র চিকিৎসার জন্য চলে গেছেন। এ যেন দেখার কেউ নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত বছরের ২৫ ডিসেম্বর গভীর নলকূপ(সাব-সার্বেবল পাম্প) হঠাৎ নষ্ট হওয়ায় পানি সংকটে রোগী ও ডাক্তার-নার্সদেরও চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। বিষয়টি বারংবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হলেও গভীর নলকুপ মেরামতের বিষয়ে তিনি কোন কার্যকরী উদ্যোগ গ্রহন করেননি। রোগীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গভীর নলকূপ(সাব-সার্বেবল) নষ্ট হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার সময়মত খাবার পানি সরবরাহ করা হচ্ছে না। এ দিকে রোগীরা জরুরী টয়লেট করার পূর্বে নিজ দায়িত্বে টিউবওয়েল থেকে পানি আনতে হচ্ছে। তাছাড়া রোগীদের বেডে কুকুর বিড়াল ঘুমানোর পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের কারনে রোগীদের দূর্ভোগের শেষ নেই। তাই বিষয়টি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান মাহমুদ জানান, যান্ত্রীক ত্রুটির কারনে গভীর নলকুপে পানি উঠছেনা। তবে দু’একদিনের মধ্যেই ত্রুটির সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।
