রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পিটিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন দুই কনস্টেবল।

তারা হলেন শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন। এছাড়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ও পিকআপ চালক মাইনুল ইসলামও সামান্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর শালবাগান আলিফ লাম মিম ভাটার সামনে ছাত্র শিবির রাস্তায় পিকেটিং করে। এ সময় শাহ মখদুম থানা পুলিশের টহলরত একটি গাড়ি এলে শিবিরকর্মীরা গাড়িটি লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কনস্টেবল শফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দুস গাড়ি থেকে নেমে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। একপর্যায়ে
শিবিরকর্মীরা পুলিশের গাড়িটি ভাংচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে চালক গাড়িটি ঘুরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় গাড়িতে দুই কনস্টেবল গাড়িতে উঠতে পারেননি। পরে শিবিরকর্মীরা তাদের তাদের অস্ত্র কেড়ে নিয়ে পেটাতে থাকে। পরে অচেতন অবস্থায় তাদের ফেলে যায় তারা। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আহত দুই কনস্টেবলের মাথা ফেটে গেছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
