খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৬ষ্ঠ দিনের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ট সন্তান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচিয়ে রাখতে এবং দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর দেশ গড়তে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) রামু হাইস্কুল মাঠে রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে স্মৃতিচারণ সভায় তিনি একথা বলেন। রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মেলার কো- চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মেলার মহাসচিব তানভীর সরওয়ার রানা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল রহমান মুকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মনিরুল আলম চৌধুরী, বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী সুপ্ত ভূষণ বড়–য়া, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মেলার কো চেয়ারম্যান শামীম আহসান ভুলূ, রামু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সূজন শর্মা, সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, আওয়ামীলীগ নেতা মাষ্টার পরিতোষ চক্রবর্তী বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও নুরুল হক প্রমুখ। স্মৃতিচারণ সভায় অতিথিদেরকে ক্রেষ্ট তুলে দেন মেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ। স্মৃতিচারণ সভা পরিচালনা করেন মেলা যুগ্ম মহাসচিব অধ্যাপক ইজ্জত উল্লাহ। সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় একক গান ও নৃত্য পরিবেশিত হয়।
