শাহ্ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৫ জানুয়ারী রাষ্ট্রীয় কাজে বাঁধা,পুলিশের উপর হামলা,ভাংচুর ও নাশকতার ঘটনায় বিএনপি’র ৬৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলার ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কোতয়ালী থানায় এ মামলা করেন কোতয়ালী থানার এসআই নাজমুল হক। এ মামলা’র সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান।
সোমবার বিকেলে দিনাজপুর শহরে পুলিশ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। এতে আহত হয় কমপক্ষে ১২ জন। বিকেল পৌনে ৪টায় জেলা বিএনপি কালো পতাকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে কতিপয় যুবক উশৃংখলাতা সৃষ্টি করলে পুলিশ বাধা দেয় ও লাঠি চার্জ করলে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকেল পৌনে ৪ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পৌনে এক ঘন্টা ব্যাপী জেল রোড, লিলি মোড়, মুন্সিপাড়া, নিমতলা ও মর্ডাণ মোড়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে আহত হয় কমপক্ষে ১২জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ ২০ রাউন্ড টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিএনপি’র বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আশফাকের মুন্সিপাড়াস্থ বাড়ি ও ঢাকা ব্যাংক ভাংচুর করে। সারা শহর পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
