সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৪ জানুয়ারী রবিবার ভোর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ডিএসবি শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
