স্টাফ রিপোর্টার : চ্যানেল আইয়ের উদ্যোগে শেরপুরে স্বর্ণ কিশোরী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারী সোমবার দুপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফারজানা ব্রাউনিয়া’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন। পরে কিশোরীদের পুষ্টি, বাল্যবিয়ে নিয়ে উপস্থিত বক্তব্যে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুষ্টি প্রথম স্থান অধিকার করে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়। সমাবেশ শেষে বাল্যবিয়ে রোধে শপথ বাক্য পাঠ করানো হয়।
