ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পুলিশী বাঁধায় বিএনপি’র মিছিল পন্ড হয়ে গেছে। সোমবার বিকাল থেকে নতুন বাজার বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এরপর সন্ধ্যায় খন্ড খন্ড মিছিলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা হরিকিশোর রায় রোডে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ৪/৫টি অটোরিক্সা ভাংচুর করে। এসময় পুলিশ ধাওয়া করলে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হয় কমপক্ষে ৫ জন। একই সময়ে জিলা স্কুল মোড়ে একটি অটোরিক্সায় পেট্রল বোমা নিক্ষেপ করলে সিদ্দিক নামে এক চালক অগ্নিদগ্ধ হয় এবং অটোরিক্সাটি পুড়ে যায়। পরে অগ্নিদগ্ধ সেলিমকে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে নতুন বাজার এলাকা থেকে রিপন নামে এক কর্মীসহ ৫ জনকে আটক করে পুলিশ।
