স্টাফ রির্পোটার : গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে শেরপুরে ১৪ দলীয় জোটের সমাবেশ হয়েছে। ৫ জানুয়ারী সোমবার বিকেলে জেলা শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার অঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ দলীয় জোটের সম্বনয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেযারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, জেলা ছাত্র লীগ সভাপতি জুনায়েদ নূরানী মনি, সাধারণ সম্পাদক নাজমুল হক স¤্রাট, জেলা জাসদ ছাত্র লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।
