স্টাফ রির্পোটার : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে শেরপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়েও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ৫ জানুয়ারী সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের ভেতরেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বক্তব্য রাখেন এডভোকেট শাহীন হাসান খান, হাতেম আলী, লুৎফর রহমান মানিক, সামিউল হক আতাহার, এডভোকেট খন্দকার রাকিব, এডভোকেট এমকে মুরাদ, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপন প্রমূখ।
