গণতন্ত্র নসাৎকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে : এমপি বাহার
কুমিল্লা প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন- গণতন্ত্র নসাৎকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে। কুমিল্লাবাসীর সহযোগিতা পেলে কুমিল্লাকে সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও মাদক করতে সক্ষম হবো, ইন্শাল্লাহ। গতকাল সোমবার ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস ও বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা (দঃ) জেলা শাখার আয়োজনে কুমিল্লা নগরীর টাউন হল মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ, অ্যাড. রুস্তম আলী, টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সদর দক্ষিণ উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। এ ছাড়া বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও অ্যাড. আনিসুর
রহমান মিঠু প্রমুখ। এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এবং ২টি কবুতর (পায়রা) উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। এর পর নগরীতে বর্ণাঢ্য র্যালী শেষে ৬৭টি

বেলুন উড়িয়ে ও ২০টি ফানুস উড়িয়ে ও ৬৭টি আতশবাজি ফাটানোর মধ্যদিয়ে হয় বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ সময় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতা-কর্মীর উপস্থিতি কুমিল্লা টাউন হল মাঠ রূপ নেয় জনসমুদ্রে।
এদিকে, ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষ্যে দুপুর ৩টায় কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করে কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, ট্রাস্টি র্নিমল পাল, চেম্বার অব কমার্স কুমিল্লার
সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, রোটাঃ জাকির হোসেন, শহর ছাত্রলীগ নেতা সুমন দাস সহ হাজারো নেতা-কর্মী।
অন্যদিকে, ৫ জানুয়ারি গণতন্ত্রের হত্যা দিবস উপলক্ষ্যে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা (দঃ) জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
