স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রলি উল্টে চালক নিহত হয়েছে । ৪ জানুয়ারী রবিবার ভোরে সদর উপজেলার বাজিত খিলা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলম (২৬)।

সে বাজিতখিলা ইউনিয়নের ভালুকা পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার সকালে বাজিতখিলার গ্রামের কাচা সড়কে লাকড়ি বোঝাই দুটি ট্রলি একে অপরকে সাইট দিতে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা আলমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় সে(আলম) মারা যায়। পরে নিহত আলমের লাশ শেরপুর সদর থানায় নিয়ে আসা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
