ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেইট এলাকায় একটি মিছিল থেকে বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ৪ জানুয়ারী রবিবার বিকালে কে বা কারা বাসটিতে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং দূর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে চালক ও এক শিশুসহ তিনজন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি ত্রিশাল থেকে ময়মনসিংহ শহরের সিকেঘোষ রোড এলাকার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় আসছিল।
কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, ত্রিশালগামী একটি লোকাল বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে আছে।
