ads

রবিবার , ৪ জানুয়ারি ২০১৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলনবিলের জীববৈচিত্র্য ও খাল রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৫ ৫:৪১ অপরাহ্ণ

Natore Huনাটোর প্রতিনিধি : চলনবিলের জীববৈচিত্র্য ও হাট সিংড়া-চাঁদপুর খাল রক্ষার দাবিতে রোববার সকালে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। পরে এক  সেমিনারে সাধারণ মানুষকে এই অন্দোলনের সাথে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

রোববার সকাল ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণীর মানুষ দাঁড়িয়ে মানববন্ধন রচনা করেন। এতে বিভাগীয় (বান্দরবন) বন কর্মকর্তা  মোল্যা  রেজাউল করিম, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের আহবায়ক নাজমুল হক, ম্যাব মহাসচিব মেয়র শামিম আল-রাজি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক অধ্যাপক ড. এফ.এম আলী হায়দার, অধ্যক্ষ শারফুল ইসলাম তারা, উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাংবাদিক অ্যাডভোকেট মুক্তার হোসেন, সিংড়া উপজেলা প্রেসকাবের সভাপতি ইসাহক আহমেদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক প্রভাষক হারুন, প্রচার সম্পাদক মহসিন আলম যোগদেন। মানববন্ধন শেষে পৌরসভার সভাকক্ষে জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ  ফেডারেশনের আহবায়ক ও সাবেক যুগ্মসচিব নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগম বলেন,‘উন্নয়নকে টেকসই করতে নিজেদের এখন  থেকেই জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে, দুর্বার আন্দোলন গড়তে হবে। আমি সব সময় এই আন্দোলনে যুক্ত থাকতে চাই। চলনবিলের প্রকৃতি নিয়ে গবেষণার জন্য ছাত্রদের এগিয়ে আসতে হবে। তাঁদের সহযোগীতার জন্য ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে  ফেডারেশন গঠন করা হয়েছে। এই সংগঠন চলনবিলকে সমৃদ্ধ করতে কাজ করে যাবে।’

Shamol Bangla Ads

সভার প্রধান অতিথি মোল্যা  রেজাউল করিম বলেন,‘ জীব বৈচিত্র রক্ষার জন্য এ অঞ্চলের কিছু তরুণ স্বেচ্ছাশ্রমে সরকারের পাশাপাশি কাজ করছেন। চলনবিলের বিলুপ্ত প্রায় অনেক প্রাণি ও উদ্ভিদ রক্ষায় তাঁরা অভিযুক্তদের হাতেনাতে ধরে আমাদের কাছে সোপর্দ করেছেন। সাধারণ মানুষকে নিয়ে অসংখ্য সভা সেমিনার করেছি।’ সভাপতি নাজমুল হক তাঁর বক্তৃতায় বলেন,‘চলনবিল ও তার মধ্যদিয়ে প্রবাহিত হাট সিংড়া-চাঁদপুর খালসহ অসংখ্য খাল ও নদী রয়েছে। এসব খাল ও  নদী পুনঃখনন করে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে সরকারের ওপর ভরসা না করে নিজেদের অবস্থান  থেকে এ অঞ্চলের সাধারণ মানুষকে যুক্ত করে কাজ করতে হবে।’ নাজমুল হক আরও জানান,  দেশে জীববৈচিত্র্য নিয়ে কিছু কিছু আইনে পরস্পরবিরোধী ধারা রয়েছে। এগুলো সংশোধন করতে হবে। তিনি সামাজিক বনায়ন কর্মসূচীর গাছ নির্দিষ্ট কিছু সময় পর কেটে ফেলার বিধান বাতিল করে উদ্যোগতাদের সরকার কর্তৃক অর্থ সরবরাহ করতে হবে। এতে গাছের উপস্থিতি বাড়বে। প্রসঙ্গত সেমিনারে নাটোর,রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন  স্বেচ্ছাসেবী সংগঠনের  নেতৃবৃন্দ, গবেষক, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!